আপনি যখন নিয়মিত এবং সঠিক পদ্ধতিতে ব্রাশ করবেন না, তখন আপনার খাবারের কণাগুলো জমতে শুরু করবে।
এই খাবারের কণাগুলো জমতে জমতে একটা নির্দিষ্ট সময় পড়ে গিয়ে শক্ত পাথরে পরিণত হয়ে যায়।
এই পাথর গুলোর উপস্থিতিতে যখন আপনার ব্রাশ এবং মাড়ির ঘষা লাগবে তখনি আপনার মাড়ির থেকে রক্ত টা আস।
শুধু যে মাড়ি থেকে রক্ত আসবে তা না, এই ভাবে যদি আপনার পাথর থাকে তাতে সেক্ষেত্রে আপনার মুখে দুর্গন্ধ আসতে পারে।
ব্রাশ করলে রাতে মাত্র ৬০% ময়লা পরিষ্কার হবে, ৪০% ময়লা পরিষ্কার করার জন্য আপনার লাগবে ডেন্টাল ফ্লস অথবা ইন্টারডেন্টাল ব্রাশ।